ফরিদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার
ফরিদপুরের সালথায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের কাকলিখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকেলে ফরিদপুরের একটি আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই বিএনপি নেতা। পরে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ওই বিএনপি নেতার নাম মো. নাসির উদ্দীন (৪০)। তিনি আটঘর ইউনিয়ন বিএনপির প্রচার-সম্পাদক। মো. নাসির উদ্দীন আটঘর ইউনিয়নের কাকলিখোলা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হাদিস মিয়া গতকাল বুধবার (১৭ নভেম্বর) রাতে বিএনপি নেতা মো. নাসির উদ্দীনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে সালথা থানায় একটি মামলা করেন।
ওই মামলায় অভিযোগ করা হয়, নাসির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডি থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে মানহানিকর তথ্য পোস্ট করেছেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় নাসিরের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ওই মামলায় বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ছয় নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরুপ কুমার বসাকের কাছে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বিএনপি নেতা নাসির উদ্দীন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জহির হোসেন/এমএএস