বরগুনা জেলার তালতলী উপজেলায় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. রহিম (৫০) হাওলাদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আ. রহিম হাওলাদার একই এলাকার মৃত আ. কাদের হাওলাদারের পুত্র।

জানা গেছে, আ. রহিম জমিতে সেচ দিতে পানির পাম্পের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এর প্রায় আধাঘণ্টা পর পরিবারের লোক তাকে নিথর পরে থাকতে দেখতে পান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। 

সৈয়দ মেহেদী হাসান/এইচকে