রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিরুদ্ধে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আটজনকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য আহম্মদ আলী মাস্টার, আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা আলমগীর, সাধারণ সম্পাদক আবুল হোসেন আলী, প্রাথমিক সদস্য হাবিবুর রহমান, আলমগীর বিশ্বাস ও নৃপেন্দ্রনাথ বিশ্বাস।

প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ (১১) ধারা মোতাবেক আটজনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা আলমগীর বলেন, এলাকায় আমার জনপ্রিয়তার কারণে নির্বাচনে অংশগ্রহণ করছি। দল থেকে আমাকে মনোনয়ন দেইনি। তাই বিদ্রোহী হয়েছি। এই নির্বাচনে আমি বিপুল ভোটে জয় লাভ করব।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মীর সামসুজ্জামান/এসপি