সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় সাড়ে ৬ লাখেরও বেশি মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে এর মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যাই বেশি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত নগরীতে ৬ লাখ ৬০ হাজার ৬৬২ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

সিসিকের স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, সিলেট নগরীতে মডার্না, ফাইজার, কোভিশিল্ড ও সিনোফার্মের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। অনলাইনে রেজিস্ট্রেশন ও ক্যাম্পেইনের আওতায় ভ্যাকসিন প্রদান করা হয়।

এর মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩৬৯ জন। আর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ২৯৩ জন।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৪৮৮ জন কোভিশিল্ড, ২ লাখ ১২ হাজার ৯৩৫ জন সিনোফার্মা ২ লাখ ৫৪ হাজার ১৫৮ জন মডার্না এবং ৭২ হাজার ৮১ জন ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আরআই