ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৮) নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার শিয়ালকোল এলাকার ভূঞাপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী উপজেলা ঘাটাইলে সাইফুলের এক আত্মীয় মারা গেছেন। সকালে তার জানাজায় অংশগ্রহণ করতে সাইফুল মোটরসাইকেলযোগে সেখানে যাচ্ছিলেন। পথে শিয়ালকোল এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল তুলে স্টেশন ত্যাগ করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে সাইফুল ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অভিজিৎ ঘোষ/আরএআর