বাজুমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একতলা ভবন বিক্রির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেনের বিরুদ্ধে।

স্থানীয় ব্যক্তিরা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মার চর এলাকায় প্রধান শিক্ষক মোশারফ হোসেন স্কুলের পুরোনো ভবনসহ মালামাল বিক্রি করেছেন। এলাকাবাসী তার শাস্তির দাবি করেছেন। তারা দ্রুত প্রধান শিক্ষককে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ইউপি সদস্য জানান, করোনায় সারা দেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ঠিক সেই সুযোগে গোপনে প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে তার ইচ্ছেমতো স্কুল ভবনটি বিক্রি করে দিয়েছেন। এটি চুরি নয়, পুকুরচুরি হয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

স্থানীয় আরও জানান, উপজেলার চিলমারী ইউনিয়নের ৪২ নম্বর বাজুমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশ করে নদীগর্ভে বিলীন হওয়ার দোহাই দিয়ে একটি টিনশেড ঘর, টিনশেড ঘরের পুরোনো টিনসহ অন্যান্য মালামাল কোনো রকম নিলাম ছাড়াই গোপনে সাত লাখ ৩০ টাকায় বিক্রি করেছেন।

তারা আরও অভিযোগ করে বলেন, ২০১৯ ও ২০২০ সালের স্লিপ প্রকল্প, বৃহৎ ও ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেছেন। কিন্তু কোনো কাজ না করেই তিনি এসব টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগটি সত্য নয় বলে দাবি করেন। তিনি বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ অভিযোগ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রাজু আহমেদ/এনএ