উচ্চ বেতনে বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে গাইবান্ধায় একাধিক ব্যক্তির কাছে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাত সাড়ে আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।

গ্রেফতার যুবকের নাম আব্দুর নুর। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাওয়া (মন্ডল পাড়া) গ্রামে।

মাহমুদ বশির আহমেদ জানান, আব্দুর নুরের বিরুদ্ধে বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে জেলার একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সকালে জেলা সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অনেক বিদেশগামী প্রার্থী আব্দুর নুরের ডাকে সাড়া দিয়ে নিঃস্ব হয়েছেন জানিয়ে তিনি বলেন, প্রতারক নুরকে বিকেলে সদর থানায় হস্তান্তরসহ একটি মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে নুর।

রিপন আকন্দ/এমএএস