জয়পুরহাট সদরে ৯ ইউপিতে নতুন মুখ ২
জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
রোববার (২১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
যারা পেয়েছেন আ.লীগের দলীয় মনোনয়ন
সদরের ১ নং ধলাহার ইউনিয়নে নৌকা পেয়েছেন কোরবান আলী, ২ নং দোগাছী ইউনিয়নে সামসুল আলম, ৩ নং ভাদসা ইউনিয়নে ছরোয়ার হোসেন, ৪ নং মোহাম্মদাবাদ ইউনিয়নে আতাউর রহমান, ৫ নং পুরানাপৈল ইউনিয়নে খোরশেদ আলম, ৬ নং আমদই ইউনিয়নে শাহানুর আলম সাবু, ৭ নং বম্বু ইউনিয়নে মোল্লা শামসুল আলম, ৮ নং জামালপুর ইউনিয়নে হাসানুজ্জামান মিঠু ও ৯ নং চকবরকত ইউনিয়নে মো. শাহজাহান।
বিজ্ঞাপন
এর মধ্যে ধলাহার ও দোগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ এসেছে এবং অন্য সাতটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
জানা গেছে, সদর উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সদর উপজেলার ৯টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। আর ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
চম্পক কুমার/এইচকে