লক্ষ্মীপুরে কমিটি দেওয়ার ৪ দিনের মাথায় স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতা পদত্যাগ করেছেন। আন্দোলন-সংগ্রামে সহযোগীদের কমিটিতে না আনায় তারা পদত্যাগ করেন।

রোববার (২১ নভেম্বর) বিকেলে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে সদর (পশ্চিম) উপজেলার ১৫ জন, সদর (পূর্ব) উপজেলার ৫ জন, চন্দ্রগঞ্জ থানার ১০ ও লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ৮ নেতা রয়েছেন। 

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া সদর (পশ্চিম) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেন, আব্দুর রহমান, সদর (পূর্ব) উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক তারেকুর রহমান, চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক মাসুদ মোল্লা, লক্ষ্মীপুর পৌরসভা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মঞ্জু লিখিত বক্তব্য উপস্থাপন করেন। 

এ সময় পদত্যাগকৃত ৩৮ জনই উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির বিভিন্ন পদে রয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, জেলা স্বেচ্ছাসেবক দল ১৭ নভেম্বর ওই চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করে। বিষয়টি তারা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন। কমিটিতে দলের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, মামলা-হামলার শিকার, কারা নির্যাতিত নেতা-কর্মীদের পদবঞ্চিত করা হয়। যোগ্যতা থাকলেও ত্যাগী নেতাকর্মীরা কমিটিতে আসেনি। তাদের যোগ্য স্থান দিয়ে পুনরায় নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয়। 

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৩১ সদস্য করে ৬টি ইউনিটের আমরা আহ্বায়ক কমিটি গঠন করেছি। এরমধ্যে অনেক যোগ্য নেতাকর্মী বাদ পড়েছেন। এ নিয়ে নতুন কমিটির নেতাদের মধ্যে মান-অভিমান রয়েছে। তারা যাদের নিয়ে আন্দোলন সংগ্রামে অংশ নেন, তাদেরকে মূল্যায়নের দাবি জানিয়েছেন। তাদেরকেও ক্রমান্বয়ে দায়িত্ব দেবো। অভিমান করা নেতাদের নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হবে। 

হাসান মাহমুদ শাকিল/এইচকে