জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-তে কল পেয়ে সেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার করল পুলিশ। 

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের দপদপিয়া এলাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মারা যাওয়া নারীর আনুমানিক বয়স ২৩ বছর বলে জানিয়েছেন কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। 

তিনি বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে আনুমানিক ২৩ বছর বয়সী এক নারীর মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী ব্রিজের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। লাশের আঙুলে আমরা একটি স্বর্ণের আংটি ও ওড়নায় (আঁচলে বাঁধা) ৫০০ টাকা পেয়েছি।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সৈয়দ মেহেদী হাসান/এইচকে