নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নামাজ আদায় করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পরদিন গ্রামের একটি জঙ্গলে পাওয়া গেছে হক্কু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ।

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রোববার (২১ নভেম্বর) দুপুরে ওই জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে বারহাট্টা থানা পুলিশ।

হক্কু মিয়া বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত মোজাফর তালুকদারের ছেলে।

সন্ধ্যায় বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং হক্কু মিয়ার মৃতদেহ উদ্ধার করি। তবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য সোমবার (২২ নভেম্বর) মৃতদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এদিকে হক্কু মিয়ার ছেলে মাহফুজুল করিম জানান, নামাজ আদায় করার উদ্দেশে শনিবার বিকেলে বাবা বাড়ি থেকে বের হয়ে হন। পরে তিনি রাতে আর বাড়িতে না ফেরায় আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোনো সন্ধান পাইনি। রোববার সকালে এলাকার লোকজন খবর দেয় যে, বাবার লাশ আমাদের গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের মালিকানাধীন একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে পড়ে আছে। তখন আমরা সেখানে গিয়ে বাবার লাশ দেখতে পাই। 

তার বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে দাবি করে মাহফুজুল করিম হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানান।

মো. জিয়াউর রহমান/এইচকে