হাসপাতালে বর রেদোয়ান হুদা আজাদসহ আহতরা

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকার বাসিন্দা রেদোয়ান হুদা আজাদ। তিনি আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। রেদোয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের এক তরুণীর। 

প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে গত শনিবার (২৩ জানুয়ারি) রেদোয়ানের বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী। সেদিন পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলেও কথা ছিল বুধবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বউ তুলে নেওয়ার।

কথা অনুযায়ী বুধবার দুপুরে কনের বাড়ির উদ্দেশে রওনা হয় রেদোয়ান ও তার পরিবার। তবে বরযাত্রীবাহী গাড়িটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সদরের মোদারপুর এলাকায় যেতেই ঘটে বিপত্তি। গাড়ির গতিরোধ করে গাড়িতে হামলা করে মিনহাজ মিয়া নামের এক যুবক।

খোঁজ নিয়ে জানা যায়, মিনহাজের সঙ্গে নববধূর আগে থেকেই প্রেম ছিল। প্রেমিকার বিয়ে ঠেকাতেই বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে সে ও তার সঙ্গীরা। এতে আহত হন বর রেদোয়ান হুদা আজাদ, তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের ধরতে অভিযান চলছে।

উবায়দুল হক/এমএসআর