৮০০ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
নোয়াখালীর চাটখিলে পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ২০২১ সালের আটশ এইচএসসি পরীক্ষার্থী পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’।
রোববার (২১ নভেম্বর) দুপুরে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি এসব বই বিতরণ করেন।
বিজ্ঞাপন
এ সময় সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু তার লক্ষ্য থেকে কখনও বিচ্যুত হননি। একাগ্রতা ও সাহসিকতার জন্য তিনি বঙ্গবন্ধু হয়েছেন। অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই সঠিক ইতিহাস জানতে সকলকে বারবার এই বই বারবার পড়তে হবে।
বিজ্ঞাপন
এইচ এম ইব্রাহিম এমপি আরও বলেন, বঙ্গবন্ধু এমন একজন মহান নেতা যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। তিনি একটি উন্নত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু ১৯৭৫-এর কালরাতে সে স্বপ্ন শেষ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে আমরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
এ সময় জেলা পরিষদের সদস্য এমরাউল চৌধুরী রাসেল, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এইচকে