হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রনোয়ার মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম। 

স্থানীয়রা জানান, রোববার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের নূর ইসলামের ছোট বাচ্চার সাথে একই গ্রামের ছনু মিয়ার বাচ্চার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রনোয়ারকে মৃত ঘোষণা করেন। 

নিহত রনোয়ার ওই গ্রামের নূর ইসলামের ছেলে। 

ওসি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানিয়েছেন। 

মোহাম্মদ নুর উদ্দিন/এইচকে