এক ইউপিতে নৌকার ‘বিদ্রোহী’ ৫
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার বিরুদ্ধে মাঠে নেমেছেন আওয়ামী লীগের পাঁচ ‘বিদ্রোহী’ প্রার্থী।
জানা গেছে, উপজেলার ১ নং গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন পাঁচজন। বিদ্রোহীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক।
বিজ্ঞাপন
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ নং গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মো. আব্বাস উদ্দীন (চশমা প্রতীক), মোহাম্মদ নুরুল ইসলাম (ঘোড়া প্রতীক), মো. নিয়ামুল হক (টেলিফোন প্রতীক), মো. সাইফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) এবং মো. সাইদুজ্জামান (আনারস প্রতীক)।
বিজ্ঞাপন
আওয়ামী লীগের এ পাঁচ বিদ্রোহী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খান, জাতীয় পার্টির নেতা মুসলেহ উদ্দিন এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন মো. নাছির উদ্দিন।
এমন পরিস্থিতি মোকাবিলায় গত বৃহস্পতিবার গোবরিয়া-আবদুল্লাহপুর হাইস্কুল মাঠে এক বিশেষ সভায় মিলিত হন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াছির মিয়াসহ প্রভাবশালী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু সভায় শেষ পর্যন্ত দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে অনাস্থা উঠে আসে।
তবে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দীন গত নির্বাচনেও দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন বলে জানা গেছে।
এসকে রাসেল/এসপি