ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্র দখলের শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ও তার লোকজন ভোটকেন্দ্র দখলে নিতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ।
পাশাপাশি সমর্থক ও ভোটারদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ নিয়ে সোমবার (২২ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কবির আহমেদ। তিনি নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে লড়ছেন।
বিজ্ঞাপন
অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ এবং তার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোটের দিন কেন্দ্র দখলে নেওয়ার জন্য আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার সন্ত্রাসীবাহিনী ঠিক করছেন এবং তার বিশ্বস্ত লোকজনের বাড়িতে অস্ত্র মজুত করছেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার ও তার লোকজন রাতের আঁধারে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন যে- তাকে ভোট না দিলে তাদেরকে এলাকাছাড়া করবেন।
বিজ্ঞাপন
এছাড়াও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তিন ভোটকেন্দ্র বাইশমৌজা বাজার অস্থায়ী ভোটকেন্দ্র, কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ওপেন ভোটগ্রহণের জন্য চেষ্টা করছে।
যাতে করে শুধু ভোটারের আঙুলের ছাপ নিয়ে এজেন্টদের দিয়ে নৌকা প্রতীকে ভোট যেন কনফার্ম করা যায়। ওপেন ভোটের বিষয়ে প্রার্থী আনোয়ার হোসেন নির্বাচনী প্রচারণামূলক বিভিন্ন সভায় বক্তব্য দিচ্ছেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্র দখল করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের প্রার্থী ও তার লোকজন অস্ত্রশস্ত্র মজুত করছেন। কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকে ওপেন ভোট নেওয়া হবে বলেও বিভিন্ন সভায় বক্তব্যে দিচ্ছেন নৌকার প্রার্থী আনোয়ার।’
তবে অভিযোগ সঠিক নয় দাবি করে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আপনারা ভোটারদের জিজ্ঞেস করেন- আমি কাউকে এসব কথা বলেছি কি না। তিনি (কবির আহমেদ) তো এগুলো করে অভ্যস্ত। তিনি নিজেই ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।’
রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী বলেন, যেহেতু অভিযোগগুলো আইনশৃঙ্খলা সম্পর্কিত, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, নবীনগরের সব ইউনিয়নের মধ্যে আমরা বীরগাঁওকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিদিন আমাদের লোক যাচ্ছে, কাজ করছে। প্রার্থীর এ ধরনের অভিযোগ করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না।
আজিজুল সঞ্চয়/এমএসআর