এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। গুলিতে নিহত কাউন্সিলর মো. সোহেলের গাওয়া এমন একটি গজল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কয়েকমাস আগে মসজিদের মাইক্রোফোন হাতে কাউন্সিলর সোহেল এই গজল পরিবেশন করেন। তবে তিনি নিহত হওয়ার পর মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল থেকে গজলটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা যায়, বিভিন্ন মাহফিলে প্রায় সময় সোহেল প্রধান বক্তা থাকতেন। এ সময় উপদেশ মূলক বক্তব্য ও গজলসহ ইসলামী সংগীত পরিবেশন করেছেন।

কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কাউন্সিলর সোহেল খুব ভালো মানুষ ছিলেন। তিনি এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেল ৪টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন কাউন্সিলর সোহেল। এ সময় একদল সন্ত্রাসীর গুলিতে তিনি ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাদ জোহর পাথুরিয়াপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজের পর তাকে দাফন করা হয়।

অমিত মজুমদার/আরআই