নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলের সহকারী একান্ত সচিব (এপিএস) অস্তাকুল ইসলাম আনামকে (৩৬) প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে পৌরসভার উত্তর মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার অস্তাকুল ইসলাম আনাম উপজেলার বালাগ্রামের শালনগ্রাম বিজলীর ডাঙ্গা এলাকার সফিকুল ইসলামের ছেলে।

জলঢাকা থানা সূত্রে জানা যায়, উপজেলার ধর্মপাল ইউনিয়নের রবিউল ইসলামকে চাকরি দেওয়ার কথা বলে ১ লাখ ৩০ হাজার টাকা নেয় আনাম। পরে চাকরি না দিয়ে টালবাহানা শুরু করেন। চাকরি না হওয়ায় আনামের কাছ থেকে টাকা ফেরত চাইলে সে অস্বীকার করে। বাধ্য হয়ে গত ২২ নভেম্বর তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ভুক্তভোগী।  

ওসি ফিরোজ কবির জানান, সোমবার রাতে আনামকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

এসপি