আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শেরপুরের নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মদ এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের সাধারণ কাউন্সিলর প্রার্থী বেলায়েত হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম সৃষ্টি করেন এবং বিশাল প্যান্ডেলের নিচে ভোটারদের মাঝে খাবার পরিবেশনের আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করেন। পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ১৭ (৩১) ধারা লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীকে ৫ হাজার জরিমানা করা হয়। পরে কাউন্সিলর প্রার্থী বেলায়েত হোসেন ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা পরিশোধ করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাহিদুল খান সৌরভ/এসপি