১০০ কোটি টাকার সাপের বিষ জব্দ

খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।

তিনজনকে আটক করে র‌্যাব

র‌্যাব-৬ এর খুলনার উপ-অধিনায়ক মেজর আনিস ঢাকা পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম বৃহস্পতিবার সকাল ৬টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সিল করা বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা হবে। 

তিনি আরও জানান, আটকদের র‌্যাব-৬ এর সদর দপ্তরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২৫ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করে র‍্যাব-২। এরপর ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৭০ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করে র‌্যাব-১০।

মোহাম্মদ মিলন/আরএআর