পাঁচদিনের কথা বলে এক মাস ধরে কারখানা বন্ধ
কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা
সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় ঢাকা জ্যাকার্ড ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে ঢাকা জ্যাকার্ড ফ্যাশন লিমিটেড কারখানায় প্রায় ৭০ জন শ্রমিক কাজ করছেন। গত নভেম্বর মাসের বেতন না দিয়ে ডিসেম্বর মাসের ২২ তারিখে পাঁচদিনের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আজও তাদের পাঁচদিন শেষ হয়নি। সরলতার সুযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বোকা বানিয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করে প্রায় এক মাস ছয়দিন যাবৎ কারখানা বন্ধ রাখা হয়েছে। দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা।
বিজ্ঞাপন
কারখানার শ্রমিক সোলেয়মান বলেন, আমাদের কারখানা পাঁচদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাঁচদিন বন্ধের পর কারখানা খুলেই বেতন দেওয়ার কথা ছিল। কারখানা তো খোলেইনি বরং ফোন করা হলেও কর্তৃপক্ষ আর ফোন রিসিভ করে না। প্রায় এক মাস হয়ে গেল কারখানা খুলেও দিচ্ছে না, যোগাযোগও করছে না। কারখানার গেটে তালা দিয়ে রেখেছে। ফলে আমাদের বাসা ভাড়া দিতে কষ্ট হচ্ছে। বাড়িওয়ালারা বারবার চাপ দিচ্ছে বাসা ভাড়ার জন্য। আমরা কোথায় যাবো। এখন এর সুষ্ঠু সমাধান চাই।
কারখানার মালিক সোহাগ বলেন, ‘শ্রমিকরা কিয়ের লাইগা ধর্মঘট করছে আমি তো বুজি না, আমি নভেম্বরের বেতন তো দিয়ি দিচি, পাবে ডিসেম্বরের ক’টা টাকা। আমি বন্ধ করার আগে নোটিশ দিয়েছি। আমরা তো সরকারি কোনো অনুদান পাইনি যে কাজ না থাকলেও শ্রমিকদের দিয়ে কারখানা খোলা রাখতে পারমু। শ্রমিকদের সাথে কথা হইচে, আমি টাকা পাইলে তাদের দিয়ি দিমু। আমি পাঁচটা-সাতটা কারখানায় টাকা পাই, এই টাকা পাইলে তাদের সব বকেয়া পরিশোধ করমু। কাজ আসলে তাদের ডেকে আবার কারখানা খুলবো।’
বিজ্ঞাপন
এ ব্যাপারে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের আশুলিয়া কমিটির সভাপতি ইমন শিকদার বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে করাখানা বন্ধ রাখা অমানবিক। শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। তা না হলে কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মাহিদুল মাহিদ/আরএআর