ভাড়া বাসা থেকে সরকারি কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
খুলনা জেলা প্রশাসনের গোপনীয় শাখার সহকারী রবীন্দ্রনাথ সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার কাজী ম্যানশনের ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রবীন্দ্রনাথ সরকার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের সুধীর সরকারের ছেলে।
বিজ্ঞাপন
রবীন্দ্রনাথ সরকারের ভাগনে অনিন্দ্য মন্ডল বলেন, বাবা নারায়ণ চন্দ্র মন্ডলের ফোন পেয়ে মামা রবীন্দ্রনাথ সরকারের খোঁজ নিতে কাজী ম্যানশনে আসেন। তিনি রাত সাড়ে ৮টার দিকে মামার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ধাক্কা দিতে থাকে। ভেতর থেকে সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানানোর পর আবারও দরজা ধাক্কা দিতে থাকেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে মামার মৃতদেহ দেখতে পান। বিষয়টি পরিবারকে জানান। জেলা প্রশাসনের মধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, মামার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা ছিল। কিন্তু ওষুধের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণে ছিল। কিভাবে তার মৃত্যু হলো তা তিনি নিশ্চিত করে বলতে পারছি না।
বিজ্ঞাপন
বাড়ির মালিক কাজী মাসুদ মনোয়ার জানান, দেড় বছরের বেশি সময় ধরে তিনি একটি কক্ষ নিয়ে এ বাড়িতে বসবাস করছেন। তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতেন। কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। অফিস থেকে বাড়ি ফিরতেন, কোথাও আড্ডা দিতেন না।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হানিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তার সমস্ত শরীর ফুলে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়।
মোহাম্মদ মিলন/এসপি