বয়স ৪৬ ছুঁই ছুঁই। সকাল ৯টায় ভোট কেন্দ্রে এসেছেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। তিন কিলোমিটার কাঁচা রাস্তা হামাগুড়ি দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা গ্রামের বাসিন্দা ফুলজন বেওয়া। 

প্রতিবন্ধী ফুলজন বেওয়া বলেন, ‘আমি ভোটার হওয়ার পর থেকে কোনো ভোট বাদ দেই নাই, হামাগুড়ি দিয়েই ভোট দিতে যাই। ভোটের সময় আমাদের কাঁচা রাস্তায় কোনো রিকশা পাই না, আসতে একটু কষ্ট হয়।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী, সদর উপজেলাসহ নাগেশ্বরী উপজেলার ২৭টি ইউনিয়নে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এসব চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬১৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ নির্বাচনে ৩ উপজেলায় ২৭টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ৬০ হাজার ৭৪১ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮০২ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৩৯ জন। ২৭টি ইউনিয়নের মোট ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বর্তমানে গণনা চলছে। 

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। 

জুয়েল রানা/আরএআর