সেনবাগের মেয়র হলেন আ.লীগের ‘বিদ্রোহী’
আবু নাছের
নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু নাছের ওরফে ভিপি দুলাল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৮৫২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু জাফর টিপু নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
এরপর ভোট গণনা শেষে রাত পৌনে ১০টায় ঢাকা পোস্টকে এ ফলাফল জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল হাসান। তিনি বলেন, সেনবাগ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে আবু নাছের দুলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে একই সঙ্গে অনুষ্ঠিত সেনবাগের উপজেলার ৫টি ইউপির মধ্যে ১টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বিজ্ঞাপন
নৌকার প্রার্থীদের বাইরে স্বতন্ত্র হিসেবে যে ৫ জন বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩ জন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ২ জন জয় পেয়েছেন।
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ছাতারপাইয়া ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুর রহমান, ডমুরুয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী শওকত কানন, কাদরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন, কাবিলপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন বাহার, বীজবাগ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম উদ্দিন কাজল।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ২৮ ডিসেম্বর সেনবাগ পৌরসভার ৯ কেন্দ্রে এবং ৫ ইউনিয়নের মোট ৫০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সেনবাগ পৌরসভার ৯ ও ছাতারপাইয়া ইউনিয়নের ৯ টিসহ মোট ১৮ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।
হাসিব আল আমিন/এমএসআর