লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শহীদ উল্যা ৯ কেন্দ্রের একটিতেও জিততে পারেননি। এসব কেন্দ্রে ২ হাজার ৯২৯ ভোট পড়েছে নৌকা প্রতীকে। শহীদ উল্যা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি বর্তমান চেয়ারম্যানও।

এ ইউনিয়নে ৯ হাজার ৫৯৪ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর উল্যা দুলাল হাওলাদর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রোববার (২৯ নভেম্বর) নৌকার প্রার্থী উত্তর চরআবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৩, পশ্চিম চরআবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৮, চরআবাবিল রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২২৯, হায়দরগঞ্জ মডেল স্কুল গাজী মার্কেট কেন্দ্রে ৫৪২, হায়দরগঞ্জ আরএন সিনিয়র মাদ্রাসায় ৫৩০, দক্ষিণ চরআবাবিল ফোরকানিয়া মাদ্রাসায় ৭৫, চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮৮, চর আবাবিল এমসি উচ্চ বিদ্যালয়ে ৩৮১, ঝাউডগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪১৩ ভোট পেয়েছে। এ ৯টি কেন্দ্রে নৌকা ২ হাজার ৯২৯ ভোট পেয়েছে। সবগুলো কেন্দ্রেই স্বতন্ত্র প্রার্থী জাফর উল্যা হাওলাদার বিপুল ভোটে জয়ী হয়েছেন। কোনো কেন্দ্রেই নৌকা আশানুরুপ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।

এ ইউনিয়নে ২০ হাজার ৩৫৫ ভোটের মধ্যে ১২ হাজার ৭৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবার সন্ধ্যায় জানতে চাইলে শহীদ উল্যা ঢাকা পোস্টকে বলেন, নেতাকর্মীরা কাজ করেছে। আমি জিততে পারিনি। কারো প্রতি কোনো অভিযোগ নেই।
 
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হারুন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, একটি কেন্দ্রেও নৌকা পাস করেনি। এর মধ্যে দুটি কেন্দ্রে কাছাকাছি ভোটে নৌকার প্রার্থী হেরেছে। অন্য কেন্দ্রগুলোতে ব্যাপক পার্থক্য রয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১১ নভেম্বর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১০টি কেন্দ্রের একটিতে জেতেননি। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

হাসান মাহমুদ শাকিল/এমএএস