তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ওয়াজেদ আলীর প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছোট ভাই মিলন হোসেন মন্ডল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ১৮৯টি। 

শুধু মিলনই নয় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আরেক প্রার্থী তারেকুল ইসলামেরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি জাসদ থেকে মশাল প্রতীকে ১৫১৪ ভোট পেয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালাইয়ের উদয়পুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ওয়াজেদ আলী ১৪ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মিলন হোসেন মন্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৮৯ ভোট পেয়েছেন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ছিলেন। নৌকা প্রতীকের বিদ্রোহী হওয়ায় গত ২৪ নভেম্বর তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। জাসদ মনোনীত প্রার্থী তারেকুল ইসলাম মশাল প্রতীক নিয়ে ১ হাজার ৫১৪ ভোট পেয়েছেন।

কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম ঢাকা পোস্টকে বলেন, মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে ওই প্রার্থীর জামানতের টাকা ফেরত দেওয়া হয় না। ইউপি নির্বাচনে উদয়পুর ইউনিয়নে দুই প্রার্থী আট ভাগের এক ভাগের চেয়েও ভোট কম পেয়েছেন। তাই তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা কেউই জামানত হিসেবে দেওয়া পাঁচ হাজার টাকা আর ফেরত পাবেন না।

তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়পুরহাটের কালাই উপজেলোর পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পাঁচজন প্রার্থীই জয়লাভ করেছেন।

চম্পক কুমার/এসপি