কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো ১১ রোহিঙ্গাকে সিলেটে আটক করেছে পুলিশ। সিলেট সীমান্ত হয়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছিলেন।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।

আটক রোহিঙ্গারা কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্প থেকে পালিয়ে সিলেট এসেছিল। জাতীয় জরুরি সেবা-৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ তাদের আটক করে

এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার যমুনা মার্কেটস্থ মামুন বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন সুরত আলম (২৮), মোহাম্মদ আলম (১৮), আজিজুর রহমান (১৯), আসিক আরা (১৯), কলিমা (১৮), জামালিদা (১৯), হাসিনা বেগম (২৫), জমিলা (৯), রমিদা (৮), রজিদা (৫) ও মো. জাবেদ (৩)। পরে রাতে আদালতের নির্দেশে রাত ১১টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

অতিরিক্ত উপকমিশনার জানান, আটক রোহিঙ্গারা কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্প থেকে পালিয়ে সিলেট এসেছিল। জাতীয় জরুরি সেবা-৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ তাদের আটক করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, আটক রোহিঙ্গাদের মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারে নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর দক্ষিণ সুরমা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। তাদেরও কক্সবাজারে পাঠানো হয়।

এনএ