কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের নতুন স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের নতুন স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মহান মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস সুনিপুণভাবে ফুটিয়ে তোলার জন্য এটি নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভ উদ্ভোধন করা হয়।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বীর বাহাদুর উশৈসিং বলেন, ইতিহাসকে বিকৃত করা যাবে না। ইতিহাস যারা বিকৃত করবেন, তারা ইতিহাসের সেই বিকৃত কুঁড়েঘরে যাবেন।

বান্দরবানে মুক্তিযুদ্ধের নতুন স্মৃতিস্তম্ভ 

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার দেশের টাকা আর আমার মানুষের টাকা দিয়ে পদ্মা সেতু করব । তিনি পদ্মা সেতু করেছেন। প্রমাণ হলো, বাংলাদেশ পদ্মা সেতু করতে গিয়ে কোনো দুর্নীতি করেনি। বিদেশি প্রতিষ্ঠানটি তো টাকা দেয়নি আর দুর্নীতি করবে কোন জায়গা থেকে?

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সিভিল সার্জন অংসুই প্রু মারমা, পৌর মেয়র ইসলাম বেবীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এনএ