কিশোরগঞ্জের কুলিয়ারচরে তৃতীয় ধাপে রোববার (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত যুবলীগ কর্মীর দেলোয়ার হোসেন মারা গেছেন। সোমবার (২৯ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার হেলথকেয়ার হাসপাতালে মৃত্যু হয়। দেলোয়ার উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়ার মুহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে।
                      
জানা গেছে, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর, নিকলী ও কুলিয়ারচর তিনটি উপজেলার ২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাব্বাপাড়া ভোটকেন্দ্রে গোলাগুলিসহ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের গুলিতে মাথায় ও চোখে গুলি লেগে জখম হন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় রাজধানী ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন ঢাকা পোস্টকে জানান, দেলোয়ার হোসেন ইউনিয়ন যুবলীগের নেতা। তবে কোনো পদে নেই।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মস্তোফা জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যুর কথা শুনেছি।

এসকে রাসেল/এমএসআর