ঢাকার রামপুরায় বাসচাপায় নিহত এসএসসি পরীক্ষার্থী মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) মরদেহ তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দাফন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৮টায় জানাজার নামাজ শেষে সরাইল সদরের বিকালবাজার এলাকার হাটখোলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে নানা-নানির কবরের পাশেই তাকে দাফন করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে দুর্জয়ের মরদেহ উপজেলা সদরের হালুয়াপাড়ায় তার নানাবাড়িতে পৌঁছায়। এ সময় তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকার অনেকেই দুর্জয়ের মরদেহ দেখার জন্য ভিড় জমান। দাফনে অংশ নেওয়ার জন্য দুর্জয়ের বন্ধুরাও সরাইলে আসে।

উল্লেখ্য, সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকার রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী দুর্জয় নিহত হয়। সে রামপুরার একরামুননেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে।

আজিজুল সঞ্চয়/ওএফ