ভোলায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নারী আটক
ভোলায় জমি-জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন সর্দার ওই গ্রামের মুকবুল সর্দারের ছেলে। তিনি ৬ সন্তানের জনক। পেশায় কৃষি কাজ করেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাজেরা (৩৫) নামের এক নারীকে আটক করেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন সর্দারের সঙ্গে স্থানীয় কাসেম চৌকিদারের জমি নিয়ে গত ৭/৮ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে স্থানীয় পর্যায়ে কয়েক দফা শালিস বৈঠক হয়েছে।
বিরোধীয় ওই জমিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ধান কাটতে যায় রুহুল আমিন। এতে প্রতিপক্ষ কাসেম তাকে বাধা দেয়। এ নিয়ে প্রতিপক্ষ কাসেমদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রুহুল আমিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সেফালি বেগম বলেন, সকালে আমাদের ভোগদখলীয় জমিতে ধান কাটার জন্য ৮ জন কৃষক কাজ করছিলো। তাদের জন্য দুপুর ১২ টার দিকে ভাত নিয়ে বিলের উদ্দেশ্য যাই। এলাকার চান্দু ফকিরের বাড়ির কাছে গেলে কাসেম চৌকিদার ও তার দুই ছেলে হঠাৎ করেই তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
ইমতিয়াজুর রহমান/এমএসআর