মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি সদস্যের
মাদারীপুরের ডাসারে মোটরসাইকেলের চাপায় সাবেক ইউপি সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার শশিকর চৌরাস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ বাড়ৈ (৩৫) বাগমারা এলাকার সুবল বাড়ৈর ছেলে। তিনি নবগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, পরিতোষ বাড়ৈ শশিকর নামক স্থানে ইজিবাইকে উঠার সময় পেছন থেকে দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেল ও দুই কিশোর আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
নাজমুল মোড়ল/এমএসআর
বিজ্ঞাপন