কুমিল্লা নগরীর ধর্মসাগর দীঘিতে বড়শিতে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ব্ল্যাক কার্প মাছ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপনের বড়শিতে মাছটি ধরা পড়ে।

খবর পেয়ে মাছটি দেখতে যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় তিনি বলেন, ধর্মসাগরে বড় মাছের ঐতিহ্য এখনও টিকে রয়েছে। কুমিল্লা জনপ্রিয় ব্যাংক ও ট্যাঙ্কের জন্যে। কুমিল্লার অনেক দিঘী বা পুকুরে বড় বড় মাছ পাওয়া যায়। তবে দিঘীতে এত বড় মাছ বিরল ঘটনা।

ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন জানান, বড়শি নিয়ে বসেছি বিকেল ৫টায়। রাত ৮টায় মাছটি ধরা পড়ে। প্রায় ৪০ মিনিট মাছটি পানিতে ছিল। পরে নেটিং করে ওপরে তুলেছি। মাছটি এমপি বাহারকে উপহার হিসেবে দেবো।

উল্লেখ্য, নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগরের আয়তন ২৩.১৮ একর। ত্রিপুরার রাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে দিঘিটি খনন করেন।

অমিত মজুমদার/এমএইচএস