সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যাকেন্দ্রে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। অ্যাডভোকেট মোজাম্মেল হক স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাভোকেট পারভেজ তৌফিক জাহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত ২৯ নভেম্বর বিকেলে নগরীর সাহেব বাজার এলাকায় রাস্তা পার হবার সময় বোপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহন হন প্রবীন এই আইনজীবী।

তার মাথায় গুরুতর আঘাত ছিল। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

অ্যাডভোকেট মোজাম্মেল হক রাজশাহী আইনজীবী সমিতির তিন বারের নির্বাচিত সভাপতি ছিলেন। রাজশাহীর আইনজীবীদের মাঝে অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ছিলেন তিনি। সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদানেও অগ্রগন্য ছিলেন এই আইনজীবী।

ফেরদৌস সিদ্দিকী/আরআই