হবিগঞ্জে পৌঁছেছে করোনার টিকা

হবিগঞ্জে করোনাভাইরাসের টিকা পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ৭ হাজার ২০০ ডোজ টিকা হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে। পরে সেগুলো পুলিশি প্রহরায় ইপিআই কেন্দ্রে নেয়া হয়। সেখানে যথাযথ ব্যবস্থায় সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ঢাকা থেকে করোনার টিকা হবিগঞ্জে পৌঁছে। পরে সেগুলো জেলা ইপিআই ভবনে নেয়া হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে হবিগঞ্জের করোনার টিকা প্রদান করা হবে।

তিনি বলেন, টিকা কবে কে আগে নেবে সেটা টিকা প্রদান কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আমরা প্রাথমিকভাবে ৫০ হাজার টিকার চাহিদা দিয়েছিলাম। এসেছে ৭ হাজার ২০০ টিকা। পর্যায়ক্রমে সব টিকা আসবে। তিনি সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান। 

মোহাম্মদ নুর উদ্দিন/আরএআর