ব্রিজই বাড়ি-প্রতীক-ক্যাম্প
কাউন্সিলর প্রার্থী ভিক্ষুক আব্দুল হালিম একাই চালাচ্ছেন প্রচারণা
শেরপুরের নকলা পৌরসভায় আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম। তিনি নকলা উপজেলা ফকির সমিতির সভাপতিও। কাউন্সিলর প্রার্থী হয়ে নিজেই মাইকিংসহ প্রচারণা চালাচ্ছেন। আবার পথে পথে একা একাই বক্তব্য দিচ্ছেন।
ভিক্ষুক আব্দুল হালিম ঢাকা পোস্টকে জানান, ‘নিজের কোনো জায়গা নেই। তাই শেরপুর ঢাকা মহাসড়কের পাশে ও নকলা শহরের প্রবেশ মুখে একটি ব্রিজের নিচেই ঝুপড়িঘরে বউ-বাচ্চাদের নিয়ে বসবাস করে আসছি। এবার জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করতে চান।
বিজ্ঞাপন
কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম আরও বলেন, ‘অন্যের সাহায্য নিয়ে মাত্র ৫শ পোস্টার ছেপেছেন, তাও কে-বা কারা ছিঁড়ে ফেলেছে। একজন মাইক ভাড়া করে দিয়েছেন, আরেকজন দিয়েছেন অটোরিকশা— যা নিয়ে তিনি করে যাচ্ছেন মাইকিং। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে পৌর এলাকায় ল্যাট্রিন তৈরি করে দেবেন। বিপদে পাশে দাঁড়াবেন মানুষের।’
এর আগেরবারও পৌর নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু ত্রুটিজনিত কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। কিন্তু এবার প্রার্থিতা টিকে গেছে। তার পকেটে নেই কোনো টাকা, নেই কর্মী-সমর্থকও। এ জন্য তিনি নিজেই মাইকিং করে বেড়াচ্ছেন। প্রচারণার জন্য লিফলেট বিলি ও পথে পথে দাঁড়িয়ে বক্তব্য দেওয়াসহ দিন-রাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছি।’
বিজ্ঞাপন
এ নিয়ে নকলা পৌর এলাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল। নকলা পৌর শহরের ব্রিজ-সংলগ্ন একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করেছেন। তার স্ত্রী নিজেই চা তৈরি ও মুড়ি ভর্তা করে খাওয়াচ্ছেন ভোটারদের।
ব্রিজের নিচে থাকেন, তাই তিনি ব্রিজ প্রতীক নিয়েছেন। প্রতীকটাও পেয়ে বেশ খুশি তিনি ও তার পরিবার। তাদের আশা নির্বাচনে বিজয়ী হবে হালিম।
জাহিদুল খান সৌরভ/এমএসআর