টেকনাফে প্রশাসনিক ও নাবিক নিবাস ভবন উদ্বোধন
মিয়ানমার সীমান্তে নাফ নদী ও সমুদ্রপথে মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারি কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের প্রশাসনিক ভবন, অফিসার্স মেস ও নাবিক নিবাস ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরে ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
সীমান্তের টেকনাফে কোস্টগার্ডের গুরুত্বপূর্ণ স্টেশনটিতে দীর্ঘদিন ধরে আবাসনসহ অবকাঠামোগত নানা সংকটের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয়েছে। এখন ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেটার অবসান হলো।
বিজ্ঞাপন
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কোস্টগার্ডের পূর্ব-জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরীসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন নির্মিত ভবনগুলো উদ্বোধনের পর অনুষ্ঠানের প্রধান অতিথি কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী তিনটি গাছের চারা রোপন করেন। পরে অর্ধ-শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট, বয়া, টর্চ-লাইট, ম্যাগনেটিক কম্পাস ও রেডিও বিতরণ করা হয়।
কোস্টগার্ডের সংশ্লিষ্টরা জানান, সীমান্তে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনবল, অবকাঠামো ও উপকরণগত সংকটের কারণে যথার্থ নজরদারী করা সম্ভব ছিল না। এখন পর্যায়ক্রমে বিরাজমান সংকট সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ কোস্ট গার্ড সীমান্তের জল-স্থলপথে 'জিরো টলারেন্স' নীতিতে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইস, ইয়াবাসহ মানবপাচার রোধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে টেকনাফ স্টেশন এই বছরে ১২০ কোটি টাকার ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধারে সফল হয়েছে। এটা সীমান্তে জনপদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন জানায়, টেকনাফ সীমান্তের জল-স্থলপথে বিভিন্ন জায়গায় অভিযানে চলতি বছরে জানুায়রি-নভেম্বর পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭০৮ পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ১১ হাজার ৯৪৯ ক্যান বিয়ার, ১ হাজার ৬১ বোতল বিদেশী মদ, ৭৩ কেজি গাঁজা, ৩ কেজি ২৮৭ গ্রাম স্বর্ণ, ৩টি পিস্তল, ১২টি দেশীয় বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এমএএস