যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু। তিনি মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে এমন অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবিতে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৭ নেতা। একই স্থানে সেলিম রেজা পান্নুর পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তার অনুসারীরা।

অনুসারীদের দাবি, সেলিম রেজা পান্নু দলের নিবেদিত কর্মী। দলের একশ্রেণির ষড়যন্ত্রকারী তার মনোনয়ন ছিনিয়ে নিতে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে হত্যা সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে যে মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা পাঠানো হয়, তাতে সেলিম রেজা পান্নুর নাম উল্লেখ ছিল না। অথচ কে বা কারা তার নাম প্রস্তাব করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। অথচ এই ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে সেলিম রেজা পান্নুকে নৌকা দেওয়া হয়েছে।

তারা আরও জানান, সেলিম রেজা পান্নু ২০১৯ সালের ২৪ জুলাই প্রকাশ্য দিবালোকে চাঁচড়া এলাকায় মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়েছে। এর বাইরেও অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নৌকা প্রতীক দেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনোনয়নপ্রত্যাশী আনারুল করীম আনু, মোহাম্মদ কবিরুজ্জামান, শামীম রেজা, ফিরোজ কবীর পিকুল, মনজুরে মাহবুব, সাজ্জাদ হোসেন বাবু ও শেখ সাদিয়া মৌরীনের পক্ষে আব্দুর রাজ্জাক ফুল।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সেলিম রেজা পান্নুর অনুসারীরা। প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী মোল্লা।

তিনি বলেন, সেলিম রেজা পান্নু আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তিনি জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক। দলীয় সাংগাঠনিক কর্মকাণ্ড ও করোনাকালীন ইউনিয়নের সাধারণ মানুষের পাশে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছেন। এখন একশ্রেণির ষড়যন্ত্রকারী তার মনোনয়ন ছিনিয়ে নিতে ষড়যন্ত্র করছে। যারা পান্নুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তারা ভাড়াটে হিসেবে দলের মধ্যে ঢুকে আওয়ামী লীগ ও নৌকার ক্ষতি করছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে যে মামলা হয়েছে, তা ষড়যন্ত্রের অংশ। সংবাদ সম্মেলন থেকে এসব ষড়যন্ত্র পরিহার করে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, আব্দুল আজিজ বিশ্বাস, ফিরোজ হোসেন, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দুল মাজেদ, কাজী বেদারুল কাদের স্বপন, মাহবুব আলম বুলু প্রমুখ। আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাহিদ হাসান/এনএ