‘ফুটবল’ নিয়ে মাঠে নামা হলো না ২ সমর্থকের
ময়মনসিংহের গৌরীপুরে শ্যামগঞ্জ লেভেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন আরও ছয়জন। আহতদের মধ্যে একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার সিদলা ইউনিয়নের পুনোরিয়া গ্রামের সুরুজ আলী ছেলে রফিকুল ইসলাম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর গৌরীপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ ছিল প্রতীক বরাদ্দের দিন। এ উপলক্ষে সিদলা ইউনয়নের পুনোরিয়া গ্রামের একটি ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জামাল উদ্দিন ফুটবল প্রতীক পান।
পরে কয়েকটি অটোরিকশায় করে সমর্থকরা এলাকায় ফিরছিলেন। পথে অটোরিকশাগুলো যানজটে পড়ে। তখন একটি অটোরিকশা রেললাইনে ওপরে অবস্থান করলে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে।
বিজ্ঞাপন
এতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও ভেতরে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে মো. মোখলেছ (৩৫) নামে একজনের দুই পা বিচ্ছিন্ন হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উবায়দুল হক/এমএসআর