আনোয়ার হোসেন (ফাইল ছবি)

চাঁপাইনবাবগঞ্জে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব চত্বরে (টাউন ক্লাব) ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি মরহুমের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মরহুমের নামাজে জানাযা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং মৃধাপাড়া গোরস্তানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন, সাবেক এমপি অ্যাড. আশিফা আশরাফি পাপিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জাহাঙ্গীর আলম/এসপি