টাঙ্গাইলের সখীপুরে গ্রাম পু‌লি‌শের (মহল্লাদার) এক নারী সদস্যকে শ্লীলতাহা‌নির দা‌য়ে ইউ‌নিয়ন প‌রিষ‌দের স‌চিব‌কে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (০৭ ডি‌সেম্বর) রা‌তে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে উপ‌জেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে (৪২) এক বছরের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী। 

এদিন দুপুরের ম‌ধ্যে কা‌লিয়া ইউ‌নিয়ন পরিষদ ভবনে লোকজন না থাকায় ফাঁকা হ‌য়ে যায়। প‌রে কৌশলী ভব‌নের দ্বিতীয় তলায় এক রু‌মে ঝাড়ু দেয়ার কথা ব‌লে ডে‌কে নি‌য়ে যায় ইউ‌পি স‌চিব মোশারফ। 

প‌রে রু‌মে গি‌য়ে ঝাড়ু দেয়ার সময় তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে প‌রিষ‌দে থাকা একজন সংরক্ষিত ইউপি সদস্য নারী গ্রাম পু‌লিশ সদস্যকে উদ্ধার করে। ঘটনার পরই স্থানীয় লোকজন ইউ‌পি সচিব মোশারফকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির ক‌রে। প‌রে আদালত শ্লীলতাহা‌নির দা‌য়ে তা‌কে এক বছ‌রের কারাদণ্ড প্রদান ক‌রেন। 

কা‌লিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান ব‌লেন, ওই সময় প‌রিষ‌দে তেমন লোকজন ছিল না। অন্যান্য গ্রাম পু‌লি‌শের সদস্যরা থানায় ছিল। আমিও প‌রিষ‌দের কা‌জে উপ‌জেলা প‌রিষ‌দে ছিলাম। তার বিরু‌দ্ধে পূ‌র্বের কর্মস্থ‌লে এমন ঘটনার খবর জানা গে‌ছে। প‌রে শ্লীলতাহা‌নির অ‌ভি‌যোগে ওই স‌চি‌বের কারাদণ্ড হ‌য়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পু‌লি‌শের কা‌ছে সোপর্দ করা হ‌য়েছে। 

অ‌ভি‌জিৎ ঘোষ/এমএএস