বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ১৮টি জেলা অতিক্রম করেছে সাইক্লিং শোভাযাত্রা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১ ডিসেম্বর পঞ্চগড় জেলা থেকে সাইক্লিং শোভাযাত্রা শুরু হয়।

দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে মঙ্গলবার (৭ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে চাঁদপুরে আসে সাইক্লিং শোভাযাত্রাটি। এসময় আগত ২৫ জনের সাইক্লিং দলকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। 

টিমটি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর আরো কয়েকটি জেলা অতিক্রম করে তারা কক্সবাজার গিয়ে এ শোভাযাত্রা শেষ করবে।

চাঁদপুরে সাইক্লিং সদস্যদের বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগঞ্জ-লক্ষ্মীপুর ১৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. হাসানুজ্জামান গনি, লক্ষ্মীপুর জেলার আনসার-ভিডিপির কমান্ড্যান্ট জে এম ইমরান, চাঁদপুর আনসার ভিডিপির সহকারী কমান্ড্যান্ট শাহ নেওয়াজ হোসেন, আনসার ও ভিডিপি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুশফিকুস সালিক, টিম লিডার ও সহকারী পরিচালক (ক্রীড়া) রায়হান উদ্দিন ফকির।

সাইক্লিং টিমের সদস্য তরিকুল ইসলাম ও চিংবাই মারমা বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাইক্লিং শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত খুশি। পঞ্চগড় থেকে আমাদের সাইক্লিং শোভাযাত্রাটি শুরু হয়ে শেষ হবে কক্সবাজারে। এর আগেও আমরা অনেক সাইক্লিং করেছি কিন্তু এ রকম দীর্ঘ ১২ দিনের সাইক্লিং শোভাযাত্রা আগে কখনো করিনি। 

এ বিষয়ে সাইক্লিং টিম লিডার রায়হান উদ্দিন ফকির বলেন, আমরা পঞ্চগড় থেকে সাইক্লিং শোভাযাত্রাটি শুরু করে দেশের বিভিন্ন জেলা অতিক্রম করি। সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হই। চাঁদপুরের আনসার ভিডিপি কার্যালয়ে রাত্রীযাপন শেষে ৮ ডিসেম্বর আমাদের যাত্রা কক্সবাজার উদ্দেশ্যে শুরু হবে। পথিমধ্যে যাত্রাবিরতি হয়ে আগামী ১২ ডিসেম্বর কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে সাইক্লিং শোভাযাত্রাটি শেষ হবে। আনসার বাহিনীর সাইক্লিং যাত্রার মাধ্যমে ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদী। 

শরীফুল ইসলাম/এমএএস