কলারোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন ভোট বর্জন করেছেন
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন ভোট বর্জন করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় তিনি নিজ নির্বাচনী কার্যালয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপির প্রার্থী (ধানের শীষ) শেখ শরিফুজ্জামান তুহিন জানান, আমি প্রার্থী অথচ আমাকে কেন্দ্র থেকে মারপিট করে বের করে দিয়েছে। প্রতিটি কেন্দ্রের এজেন্টদের মারপিট করে বের করে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। প্রহসনের নির্বাচন হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সকাল ৯টার আগেই প্রতিটি কেন্দ্রের ব্যালটে সিল মারা শেষ হয়েছে। পৌরসভার ভোটার নয় এমন নারী-পুরুষদের এনে ভোটকেন্দ্রে রাখা হয়েছে। ভেতরে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় পুলিশ ভোট কেটে বাক্স ভরছে। কোনো আইনি সহায়তা আমি পাইনি।
সকাল ১০ টায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু ভোট হতে পারে না। এটি নির্বাচন নয়, তামাশা।
বিজ্ঞাপন
বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফরহাদ হোসেন জানান, আমাকে কোনো কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
পৌরসভার মুরালীকাটি গ্রামের আবুল খায়ের জানান, আমি ভোট দিতে গেলে আমাকে বের করে দিয়েছে। ভোট দিতে দেয়নি।
এদিকে, পৌরসভার গোপিনাথপুর ভোটকেন্দ্রে শত শত নারী পুরুষ ভোটারের উপস্থিতি দেখা গেছে। তবে কেন্দ্রে সাংবাদিকদের ছবি ও ভিডিও নিতে বাঁধা দেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির। ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপার্সন পলাশকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।
সাংবাদিক পলাশ জানান, কেন্দ্রের ভিডিও নিতে গেলে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বাঁধা দেয়। গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ঘটনাটি আমি পুলিশ সুপারকে জানিয়েছি।
গোপিনাথপুর ভোটকেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/এসপি