গতকালের দুইজনসহ ভাসানচর যাচ্ছে রোহিঙ্গাদের চতুর্থ দল

তৃতীয় ধাপে (চতুর্থ দল) রোহিঙ্গাদের এক হাজার ৪৪৬ জনের একটি দল নৌ বাহিনীর চারটি জাহাজে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এদের মধ্যে একদিনের নবজাতকও রয়েছে। শুক্রবার চট্টগ্রাম নেভি নিয়ন্ত্রিত বিশেষ হাসপাতালে ওই নবজাতক ভূমিষ্ট হয়।

আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করে।  এ দলের রোহিঙ্গাদের মধ্যে গতকালের দুইজন রয়েছেন, যারা অসুস্থ থাকায় যেতে পারেননি।

সূত্র জানায়, গতকাল (শুক্রবার) ৩৮টি বাসে করে ৩৫৩ পরিবারের ১ হাজার ৭৮০ জনকে চট্টগ্রামে আনা হয়। এদের মধ্যে দুইজন অসুস্থ থাকায় তারা ওইদিন রওয়ানা দেননি। অসুস্থদের মধ্যে একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন। শুক্রবার তার নরমাল ডেলিভারি হয়। পরে বিশেষ ব্যবস্থায় ওই নবজাতকসহ আজ তাকে ভাসানচর পাঠানো হয়।

বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, এদিন নৌ-বাহিনীর বিশেষ জাহাজে সকাল সাড়ে ৯টার দিকে ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে। গতকাল (শুক্রবার) ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান। 

এর আগে ২০২০ সালের ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

নৌ-বাহিনীর বিশেষ জাহাজে সকাল সাড়ে ৯টার দিকে ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে

মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

মিয়ানমার থেকে বিতাড়িত এই রোহিঙ্গাদের আবার দেশে পাঠানোর জন্য বাংলাদেশে চেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরেই।  তারপরও তাদের মিয়ানমার ফেরত পাঠানো সম্ভব হয়নি। আন্তর্জাতিকভাবেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বারবার কথা হলেও দেশটির তরফ থেকে তাদের ফেরতা নেওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়নি। 

এদিকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আপত্তি রয়েছে। তারা বলছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্থানান্তর করতে হবে। কিন্তু এটা মানা হচ্ছে কি-না তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

তবে বাংলাদেশ বারবারই বলছে, রোহিঙ্গাদের যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হয়েছেন, তাদেরকেই শুধু নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকার এক লাখের মতো রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে স্থানান্তরের চিন্তা রেখেছে বলে জানা যায়।

চট্টগ্রাম/এমএইচএস