নীলফামারীতে আলালের কুশপুতুলে আগুন দিল ছাত্রলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল জ্বালিয়েছে নীলফামারী জেলা ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীরা অবিলম্বে আলালকে গ্রেফতার ও তার বিচারের দাবি জানিয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা আলালের কুশপুতুলে আগুন দেয়। এর আগে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘৃণ্য মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা চাই দ্রুত তাকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে। অন্যথায় ছাত্রলীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
প্রতিবাদ সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সহ-সভাপতি সাইফুল আযম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন নছিব ও সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন।
বিজ্ঞাপন
এ ছাড়া বিভিন্ন সময় ছাত্রশিবির ও ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যা মামলার রায় ঘোষণার দাবি জানানো হয়।
শরিফুল ইসলাম/আরআই