দৌলতদিয়ায় এনজিও কর্মী লিলি এক মাস ধরে নিখোঁজ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা নারীনেত্রী মুক্তি মহিলা সমিতির সহসভাপতি ও যৌনকর্মী লিলি বেগমের (৩৮) সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনি এক মাস ধরে নিখোঁজ রয়েছেন।
শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুক্তি মহিলা সমিতির আয়োজনে দৌলতদিয়া রেললাইনের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তি মহিলা সমিতির সব সদস্যসহ দলমত-নির্বিশেষে স্থানীয় তিন শতাধিক লোকের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়।
বিজ্ঞাপন
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, লিলি বেগম নিখোঁজ হয়েছেন এক মাস হয়ে গেল। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। লিলি বেগম নিখোঁজের পরপরই তার ভাগনে গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ছাড়া তাকে উদ্ধারে সহযোগিতা চেয়ে মুক্তি মহিলা সমিতির পক্ষ থেকে লিখিতভাবে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তারপরও এ বিষয়ে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখিনি। আমরা চাই প্রশাসন লিলিকে দ্রুত খুঁজে বের করুক।
বিজ্ঞাপন
বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে ও আলো সংস্থা প্রোগ্রামের প্রশিক্ষক মো. নুরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, বেসরকারি সংস্থা পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর রহমান, কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) প্রকল্প বাস্তবায়ন অফিসার আমজাদ হোসেন ফকির।
এ ছাড়া মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর মো. আতাউর রহমান মন্জু, সেক্রাওয়ার্কার সংস্থার কোষাধ্যক্ষ ফরিদা বেগম, আলো সংস্থার কো-অর্ডিনেট আঁখি আক্তার, আলামিন বেপারী, মুরাদ, রুমা, কুমলি প্রমুখ।
মীর সামসুজ্জামান/এনএ