ফাইল ছবি

পৌর নির্বাচনের তৃতীয় ধাপের ৬২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। অনেক স্থানে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভোট বর্জন ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে অনেক পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবরও পাওয়া গেছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা।

তৃতীয় ধাপে নির্বাচন কমিশন (ইসি) ৬৪ পৌরসভার ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে। কিন্তু এক মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ও সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞায় এক পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করায় ৬২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়।

হামলা-সংঘর্ষ-বর্জনের ভোট

চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৪৫ হাজার ৩৪৮।

চাঁদপুরের হাজীগঞ্জে ভোটারের উপস্থিতি

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মাহাবুবুল আলম লিটন এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।

ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

আটকরা হলেন রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সহনহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহে চেয়ারমানসহ গ্রেপ্তার চার

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

কেন্দ্রটি আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছিলেন সংশ্লিষ্টরা। শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রের বাইরে হঠাৎ দুই কাউন্সিলর প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলির  ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সেখানে আগ থেকেই উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

সাতক্ষীরা 

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে এবার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী নারগিস সুলতানা। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি নির্বাচনী কার্যালয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।

নারগিস সুলতানা বলেন, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জোরপূর্বক নৌকায় ভোট দেওয়া হচ্ছে। মেয়র পদে ভোটারদের কোনো ব্যালট দেওয়া হচ্ছে না। এটি নির্বাচন নয়, তামাশা। ভোটারদের সঙ্গে এমন তামাশা সরকার না করলেও পারত।

তিনি বলেন, সরকারি দল ও পুলিশ জোরপূর্বক কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারে। দেশে ভোটাধিকার নেই। প্রহসনের এই নির্বাচন মানি না। আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সালমা আনিকা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ভোগপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলেন করে তিনি পুনরায় নির্বাচনের দাবি জানান। 

সালমা আনিকা অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে মারধর করে বের করে দিয়েছেন। নৌকায় ভোট দিতে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই এ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একই অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খাঁন (দিলীপ) সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

কুমিল্লা

কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় চেয়ার টেবিল ভাঙচুরসহ, ককটেল বিস্ফোরণ করা হয়।

কুমিল্লায় সংঘর্ষের সময় চেয়ার-টেবিল ভাঙচুর

টাঙ্গাইল 

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছেন। শনিবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়া‌র্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (পানির বোতল) আনোয়ার হোসেনের সমর্থকরা ভোটকক্ষ আট‌কে নৌকা প্রতীকসহ জাল ভোট দিতে শুরু করেন। পরে বিষয়টি নিয়ে আরেক কাউন্সিলর প্রার্থী (উটপাখি) জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করেন। একপর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

এ সময় আনোয়ারের সমর্থকরা জাহিদুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়প‌ক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহত একজনকে নেওয়া হচ্ছে হাসপাতালে 

ফেনী

ফেনী পৌরসভা নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে পশ্চিম রামপুর তেঁতুল গাছতলায় এ ঘটনা ঘটে। আহত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ডালিম প্রতীকের তাজুল ইসলাম পাভেল এবং গাজর প্রতীকের নুরুল ইসলাম।

তাজুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ভোট দিতে যেতে ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করা  উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা আমার পথ আটকে ঘেরাও করে মারধর করেন। রাত থেকেই বহিরাগতরা এসে কেন্দ্র দখল করে রেখেছে।

পাবনা

পাবনা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের নির্বাচনী এজেন্ট আহসান হাবীব আসানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

আহসান হাবীব আওয়ামী লীগের বিদ্রোহী নারিকেল গাছ প্রতীকের প্রার্থীর ৪ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট ও একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

৬২ পৌরসভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ, সিলেটের গোলাপগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজারের মৌলভীবাজার, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর ফেনী, মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ, শরীয়তপুরের জাজিরা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দর্শনা, ঝালকাঠির নলছিটি, নেত্রকোণার দুর্গাপুর, বগুড়ার নন্দীগ্রাম, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, টাঙ্গাইলের মধুপুর, শরীয়তপুরের নাড়িয়া, বরগুনার বরগুনা ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন, শেরপুরের নালিতাবাড়ী, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইলের নড়াইল, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ীর পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠী, বরিশালের গৌরনদী, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর, সিলেটের জকিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, টাঙ্গাইলের টাঙ্গাইল ও মির্জাপুর, বরিশালের মেহেন্দিগঞ্জ, কুমিল্লার বরুড়া, নোয়াখালীর চৌমুহনী, শরীয়তপুরের ভেদরগঞ্জ, ভোলার দৌলতখান, নীলফামারীর জলঢাকা, পাবনার পাবনা, বগুড়ার শিবগঞ্জ, খুলনার পাইকগাছা, নড়াইলের কালিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম, টাঙ্গাইলের ভুয়াপুর ও সখিপুর পৌরসভা।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে এবার পাঁচ ধাপে পৌরসভা নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট হয়। আর তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় শনিবার ভোটগ্রহণ শেষে হলো। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি ও পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।

দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় ভোট হয়। ওই সময় ২০টি দল ভোটে অংশগ্রহণ করে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়। এখন পর্যন্ত ৩৭ জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনজন মেয়র, ৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ২৫ জন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এমএসআর/এনএ