মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলেছে শীত। তাপমাত্রা উঠানামা করার কারণে শীতের প্রকোপ বাড়ছে। শীত বেশি হওয়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষদের।
রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
বিজ্ঞাপন
এদিকে আবহাওয়া অফিস বলছে, উত্তর দিক থেকে বয়ে আসা হিমালের হিম বাতাস আর কুয়াশার কারণে এ জেলায় তাপমাত্রা উঠানামা করছে। টানা ১৩ দিন জেলায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে শীতের তীব্রতা ও তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললেও সূর্যের উত্তাপ তেমন বেশি একটা স্থায়ী থাকছে না। ফলে বেলা গড়াতে না গড়াতেই হিম শীতল বাতাস বইতে শুরু করে জেলাজুড়ে। এছাড়া রাতভর থাকছে শীতের দাপট। তবে এক সপ্তাহ তাপমাত্রা উঠানামা করলেও কুয়াশার দাপট কিছুটা হ্রাস পেয়েছে।
বিজ্ঞাপন
এ জেলার বেশির ভাগ মানুষ কৃষি ও শ্রমিক বা দিনমজুর। ফলে শীত মৌসুমে এসব খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষরা পড়েন চরম দুর্ভোগে। অনেকেই শীতের তীব্রতা দেখে শীতবস্ত্রের সন্ধানে ছুটছেন বিভিন্ন অফিস কিংবা দফতরে।
জেলা শহরের রিকশাচালক শাহ আলম বলেন, কয়েক দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সন্ধ্যার পর মানুষজন বাইরে কম বের হয় এবং অনেকেই শীতের কারণে রিকশায় উঠতে চায় না। তাই বসে বেকার সময় পার করতে হচ্ছে। আগের চেয়ে আয় কিছুটা কমে গেছে।
তেঁতুলিয়ার দেবমগড় এলাকার নিজবাড়ি এলাকার বাসিন্দা হাজেরা বেগম বলেন, শীতকাল এলেই আমাদের মতো গরিব মানুষদের দুর্ভোগে পড়তে হয়। শীত দিন দিন বাড়তেছে। তবে এখনও শীতবস্ত্র জোগাড় করতে পারিনি। সরকার বা কেউ যদি শীতবস্ত্র দিত তাহলে উপকৃত হতাম।
তবে জেলা প্রশাসন বলছে, জেলার পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নে গরিব, অসহায় ও শীতার্তদের মধ্যে ইতোমধ্যে ২২ হাজারের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ করছে উপজেলা প্রশাসন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও কমতে পারে।
রনি মিয়াজী/এসপি