শেরপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) সকালে নকলা উপজেলার ধনাকুশা নদীর পাড়ে ওই লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নকলা উপজেলার ধনাকুশা নদীর পাড়ে কাজ করছিলেন কৃষকরা। সে সময় তারা নদীর পাড়ে বস্ত্রহীন অবস্থায় এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নকলা থানা পুলিশ লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি রুমাল, গামছা ও পায়ের জুতা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

জাহিদুল খান সৌরভ/এমএসআর