করোনার বিরুদ্ধে বড় অস্ত্র ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী
ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে বড় অস্ত্র হলো ভ্যাকসিন। বিশ্বের অনেক দেশ এখনও করোনার ভ্যাকসিন পায়নি। আগামী দু-তিন মাসেও পাবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছে। ভ্যাকসিন ম্যানেজ করে জনসাধারণের মাঝে ভ্যাকসিন প্রদানে বিশ্বের ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ২৩তম।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইউরোপের অনেক দেশ এখনও করোনার এই ভ্যাকসিন ম্যানেজ করতে পারেনি। বাংলাদেশে করোনার ভ্যাকসিন এমনি এমনি কিন্তু আসেনি। গত ছয় মাস ধরে আমরা এই ভ্যাকসিনের পেছনে লেগে আছি। আমরা অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সেনোফি, মডার্না এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের যে কয়েকটি দেশ করোনা ভ্যাকসিন তৈরি করছে সবাইকে পত্র দিয়েছি। যাতে বাংলাদেশ প্রথম ধাপেই করোনার ভ্যাকসিন পায়। সে দিকে দিয়ে আমরা সফল হয়েছি।
মন্ত্রী বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটি আমরা এনেছি। বিশ্বের বড় ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এই ভ্যাকসিনের মালিক। যেটি ভারতে সেরাম ইনস্টিটিউট উৎপাদন করছে। সেরাম ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা বিশ্বে শতকরা ৬০ ভাগ ভ্যাকসিন সরবরাহ করে থাকে। আমরা সেখান থেকেই করোনার ভ্যাকসিন এনেছি।
বিজ্ঞাপন
জাহিদ মালেক আরও বলেন, বাংলাদেশের সাধারণ জনগণকে পার্শ্ববর্তী দেশ ভারত ২০ লাখ করোনার ভ্যাকসিন উপহার দিয়েছে। বর্তমানে আমাদের কাছে ৭০ লাখ ভ্যাকসিন রয়েছে এবং ৩ কোটি ভ্যাকসিনের জন্য আমরা টাকা দিয়েছি; যা পর্যায়ক্রমে পেয়ে যাব। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রায় সাড়ে ৬ কোটি করোনা ভ্যাকসিনের অর্ডার দেয়া আছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
সোহেল হোসেন/এমএসআর